গয়েশ্বর-খোকাসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Slider টপ নিউজ

2015_11_03_23_16_35_6RnzqvuunL7ovZeWKStpDDZHEq2ldW_original

 

 

 

 

ঢাকা : রামপুরা থানার একটি হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ৩৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আদালতে অনুপস্থিত ওইসব নেতাকর্মীদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার দায়ের করা অভিযোগপত্র আমলে নেন। এরপর বিচারক অনুপস্থিত ওইসব নেতাকর্মীদেরকে পলাতক উল্লেখ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আগামী ২৭ জানুয়ারি গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, সালাউদ্দিন আহমদ, শফিকুল ইসলাম বাদশা, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

আদালত এদিন গয়েশ্বর চন্দ্র রায়সহ ২১ জনের এবং আগে থেকে পলাতক খোকাসহ ১৪ জনের বিষয়ে তাদের আইনজীবীরা কোনো পদক্ষেপ না নেয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ মামলাটিতে চলতি বছরের ২০ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি উপলক্ষে রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়ায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মানসুর প্রধানিয়া নামে এক ব্যক্তি মারা যায়। পরদিন ওই ঘটনায় থানায় মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *