প্রকাশ্য দিবালোকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

Slider বাংলার মুখোমুখি

প্রকাশ্য দিবালকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালকে আব্দুর রহমান রিয়াদ নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইতোমধ্যে তিনজনকে আটকও করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে সিএনজি অটোরিকশার ভেতর তাকে ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহমানকে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রহমান শহরের সয়াধানগড়া খাঁ পাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে এবং ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিএনজিতে বসে থাকা অবস্থায় কয়েকজন তরুণ বিভিন্ন দিক থেকে এসে তাকে নির্বিচারে কুপিয়ে পালিয়ে যায়

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও গুরুতর জখম হওয়ায় চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। ঘটনার আকস্মিকতায় এলাকাবাসীর মধ্যে ভয় ও ক্ষোভ দেখা দিয়েছে।

নিহত রিয়াদের বাবা বলেন, আমার ছেলে নিয়মিত প্রাইভেট পড়তে যেত। মাগরিবের পর আমাকে ফোনে জানানো হয় রিয়াদ অসুস্থ, দ্রুত হাসপাতালে যেতে হবে। আমি হাসপাতালে এসে দেখি শরীর রক্তাক্ত ও বেন্ডিজ করা। আমার ছেলেকে হত্যার বিচার চাই। আর কারো বাবার বুক যেনো ফাঁকা না হয়৷

হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি৷ তবে ধারণা করা হচ্ছে, এলাকা ভিত্তিক দ্বন্দ্বের জেরেই পূর্ব শত্রুতা থেকেই এই হত্যাকাণ্ড হয়েছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু ঢাকা পোস্টকে বলেন, ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে একজন হত্যার বিষয়টি স্বীকার করেছে। আমরা সিসি টিভির ফুটেজ দেখেই তাদের আটক করেছি। মরদেহ হস্তান্তর ও অন্যান্য আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *