শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনে দলীয় কোন্দল ভেঙে একই দলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় সহকারী রিটার্নিং অফিসার এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় বিএনপির মনোনয়ন প্রত্যাশী শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন,গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডাঃ শফিকুল ইসলাম,
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন কাইয়া ও গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক প্রমূখ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে আরো ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব মো: বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা কৃষকদলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

