গাজীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যমে ও হোয়াটসঅ্যাপে এক এক সময় এক এক নাম ধারণ করে সারাদেশে একাধিক পুলিশ অফিসারকে হানি ট্র্যাপে ফেলে পুলিশ বাহিনীকে বিতর্কিত করার মূলহোতা তাবাসৃসুম উরফে সুইটি উরফে হ্যাপীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
শনিবার মধ্যরাতে পুলিশের জালে ফেলে তাকে গ্রেপ্তার করে জিএমপি।
গ্রেপ্তার তানজিলা তাবাসসুম(২৪) মুন্সিগঞ্জের লৌহজং থানার পয়সা পশ্চিম পাড়া গ্রামের মৃত রুবেল মিয়ার মেয়ে। তিনি নারায়নগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকা সহ ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করে এ ন্যাক্সাস চালাতেন।
পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে এই আসামী সারাদেশের বিভিন্ন পুলিশ অফিসারকে ফেসবুকে ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন আইনী সহযেগিতার কথা বলে হানিট্র্যাপে ফেলে বিতর্কিত করার চেষ্টা করছে বলে সংবাদ ছিল। তাকে ধরতে ঢাকা ও গাজীপুর সহ একাধিক পুলিশ ইউনিট কাজ করে আসছে। গতকাল রাতে কৌসলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
জিএমপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে চেইন অব কমান্ড দূর্বল করার অপচেষ্টা হিসেবে একটি বড় মাফিয়া চক্র এই কাজ করছে। বর্তমানে আসামী জিএমপির বাসন থানা হেফাজতে রয়েছে।

