
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ-১০ গফরগাঁয়ে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক ও রেলপথে অগ্নসংযোগ করে অবরোধ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছেন।
আজ শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে আজ ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে আখতারুজ্জামান বাচ্চুকে মনোনয়ন দেয়া হয়। এই খবর হওয়ার সাথে সাথে বিএনপি অন্য মনোনয়ন প্রত্যাশীরা ক্ষিপ্ত হয়ে উঠে। মনোনয়ন লাভ করায় বাচ্চুর পক্ষে আনন্দ মিছিল হয়। আর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অন্য অংশ গঁফরগাও-ভালুকা সড়ক ও ঢাকা-ময়মনসিংহ রেলপথে আগুন দিয়ে অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে বলে জানা গেছে।
