
গাজীপুর : স্বরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা হয়েছে গতকাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেয়া এই সংবর্ধনায় এক সাথে ২০ লাখ মানুষ মোনাজাত করেছেন বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
আজ শুক্রবার(২৬ ডিসেম্বর) রাতে তিনি এই তথ্য জানান।
সুমন বলেন, পূর্বাচলের তিনশ ফুট টঙ্গীর বিপরীতে হওয়ায় টঙ্গী ও গাজীপুর থেকে এক লাখের বেশী মানুষ সংবর্ধনায় অংশগ্রহন করেছেন। একমাত্র আমরাই সংবর্ধনায় যাওয়া টঙ্গী ও গাজীপুরের ৫০ হাজার বিএনপি নেতা- কর্মীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছিলাম। বাংলাদেশের আর কোন ইউনিট এই ব্যবস্থা করতে পারেনি। তিনি এই কাজটির জন্য গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারন সম্পাদক ও গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি সহ টঙ্গী ও গাজীপুর মহানগরের সকল বিএনপি নেতা-কর্মীদের ধন্যবাদ জানান। একই সাথে একটি বড় হলরুমের ব্যবস্থা করে দেয়ার জন্য বসুন্ধরা কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানান।
টঙ্গী গাজীপুর সহ সংবর্ধনায় প্রায় ২০ লাখ মানুষ এক সাথে হাততোলে জিয়া পরিবারের জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেছেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি কালের কন্ঠ কে বলেন, সংবর্ধনার ভ্যানুর পাশে আমরা আমাদের নেতা-কর্মীদের জন্য থাকার ব্যবস্থা করেছি। আমাদের ইউনিট থেকে লক্ষাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ আমাদের নেতাকে দেখতে ঢাকার সংবর্ধনায় গিয়েছিল। একই সাথে আমরা সংবর্ধনায় যাতায়াতের জন্য গাজীপুর ও টঙ্গী থেকে ঢাকায় দুটি স্পেশাল ট্রেন ও একাধিক যানবাহন ভাড়া করে দিয়েছি যেন নেতা- কর্মীদের যাতায়তে টাকা না লাগে। আশাজাগানিয়া উপস্থিতি ও সহযোগিতা করার জন্য আমরা আমাদের নেতা-কর্মীদের ধন্যবাদ জানাই।
