চাঁদপুরে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

Slider জাতীয়


চাঁদপুরে জেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে সংঘটিত সম্রাট-৩ ও এডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের নিমিত্ত তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অদ্য ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে চাঁদপুর জেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে সংঘটিত সম্রাট-৩ ও এডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের নিমিত্ত নিম্নরূপভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম, এছাড়া সদস্য হিসেবে রয়েছে যুগ্মসচিব মোহাম্মদ এমরান হোসেন, নৌপরিবহন অধিদপ্তরের একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার), বিআইডব্লিউটিএ’র একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি, বাংলাদেশ কোস্ট গার্ডের একজন প্রতিনিধি, নৌপুলিশের একজন প্রতিনিধি। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.টি.এম. মোর্শেদকে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে—

(ক) মেঘনা নদীতে সংঘটিত সম্রাট-৩ ও এডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের কারণ উদঘাটন।

(খ) দায়ী ব্যক্তিদের শনাক্তকরণ।

(গ) কমিটি আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

(ঘ) কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *