এবার বিপিএল আসর মাতাবেন যারা

Slider খেলা

 

bpl_168985

 

 

 

 

 

ঢাকা: দেখতে দেখতে এগিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কয়েকদিন পরেই মিরপুরে মহাসমারোহে উদ্বোধন হবে বিপিএল’র তৃতীয় আসরের। আর এই আসরকে সামনে রেখে ফ্রাঞ্চাইজিরাও এরই মধ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন সেরা খেলোয়াড়দের সমন্বয়ে নিজেদের দল গোছাতে।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ৬টি দল। দলগুলো হলো, ঢাকা ডিনামাইটস, চট্ট্রগ্রাম ভাইকিংস, রংপুর রাইডার্স, সিলেট সুপারস্টারস, বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গেল ২২ অক্টোবর প্লেয়ার বাই চয়েসের মধ্য দিয়ে ফ্রাঞ্চাইজিরা বেছে নিয়েছেন নিজেদের পছন্দের খেলোয়াড়দের।

প্লেয়ার বাই চয়েসের প্রক্রিয়াটি যদিও পুরোটাই ভাগ্য নির্ভর ছিল, তারপরেও বিপিএলে এবারই প্রথম যেকোন রকম জটিলতা ছাড়াই ফ্রাঞ্চাইজিরা বেছে নিতে পেরেছেন পছন্দের খেলোয়াড়টিকে। আর বিপিএলে এবারের খেলোয়াড়দের মধ্যে একদিকে যেমন থাকছেন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের হয়ে দারুণ পারফম্যান্স দেখানো দেশি ক্রিকেটাররা তেমনি থাকছেন আইপিএল, এসএলপিএল, সিপিএল ও বিগব্যাশে চার ছয়ের ফুলঝুরি ছড়ানো বিদেশিরাও।

এক নজরে বিপিএলের সব দল:
ঢাকা ডিনামাইটস
ধরে নেওয়া হচ্ছে এবারের আসরে সবচাইতে সেনসেশনাল খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে ঢাকা ডিনামাইটস। দলে আইকন হিসেবে আছেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। যার দুধর্ষ ব্যাটিং ও ব্রেক থ্রুময় বোলিং যেকোন সময় এলোমেলা করে দিতে পারে প্রতিপক্ষের সাজানো ঘর। তার সাথে ধারালো ব্যাটিংয়ে প্রতিপক্ষের বল কচু কাটা করতে প্রস্তুত থাকবেন টাইগার ওপেনার শামসুর রহমান শুভ ও মোসদ্দেক হোসেন সৈকত। আর বল হাতে প্রতিপক্ষের স্ট্যাম্পে চিড় ধরাবেন টাইগার কাটার মাস্টার মুস্ত‍াফিজুর রহমান। পাশাপাশি দলের বিপদের সময় অভিজ্ঞতার ঝুলি খুলে দলকে রসদ যোগাতে থাকছেন লঙ্কান পিরামিড কুমার সাঙ্গাকারা।

 খেলোয়াড়                    দেশ
১. নাসির হোসেন                  বাংলাদেশ
২. মুস্তাফিজুর রহমান              বাংলাদেশ
৩. শামসুর রহমান শুভ            বাংলাদেশ
৪. মোশাররফ হোসেন রুবেল     বাংলাদেশ
৫. মোসদ্দেক হোসেন সৈকত     বাংলাদেশ
৬.  মো. সৈকত আলী             বাংলাদেশ
৭. আবুল হাসান রাজু             বাংলাদেশ
৮. নাবিল সামাদ                 বাংলাদেশ
৯. ফরহাদ রেজা                  বাংলাদেশ
১০. ইরফান সুক্কুর                বাংলাদেশ
১১. কুমার সাঙ্গাকারা              শ্রীলঙ্কা
১২. রায়‍ান টেন ডয়েসক্যাট      নেদারল্যান্ডস
১৩. ডেভিড মালান                ইংল্যান্ড
১৪. শাহজিব হাসান               পাকিস্তান
১৫. মোহাম্মদ ইরফান            পাকিস্তান
১৬. সোহেল খান                 পাকিস্তান
১৭. নাসির জমসেদ              পাকিস্তান
১৮. ইয়াসির শাহ                পাকিস্তান

চিটাগং ভাইকিংস
কম যাবে না চিটাগং ভাইকিংসরাও। দলে আইকন প্লেয়ার হিসেবে আছেন জাতীয় দলের মারকুটে ওপেনার তামিম ইকবাল। বল হাতে প্রতিপক্ষের ইনিংস গুড়িয়ে দিতে আছেন তাসকিন ও শফিউলের মতো বোলাররা। আর বিদেশি খেলোয়াড়দের তালিকায় আছেন; সাইদ আজমল, মোহাম্মদ আমের, উমর আকমল ও কামরান আকমলরা।

 খেলোয়াড়                    দেশ
১.তামিম ইকবাল                  বাংলাদেশ
২. তাসকিন আহমেদ             বাংলাদেশ
৩. জিয়াউর রহমান               বাংলাদেশ
৪. এনামুল হক বিজয়            বাংলাদেশ
৫. ইলিয়াস সানি                 বাংলাদেশ
৬. মোহাম্মদ শফিউল ইসলাম   বাংলাদেশ
৭. এনামুল হক জুনিয়র          বাংলাদেশ
৮. নাইম ইসলাম                 বাংলাদেশ
৯. ইয়াসির আলী চৌধুরী         বাংলাদেশ
১০. আসিফ আহমেদ রাতুল     বাংলাদেশ
১১. নাফিস ইকবাল              বাংলাদেশ
১২. সাঈদ আজমল               পাকিস্তান
১৩. উমর আকমল                পাকিস্তান
১৪. কামরান আকমল            পাকিস্তান
১৫. মোহম্মদ আমের             পাকিস্তান
১৬. জীবন মেন্ডিস                শ্রীলঙ্কা
১৭. চামারা কাপুকেদারা         শ্রীলঙ্কা
১৮. রবিন পিটারসন             দক্ষিণ আফ্রিকা
১৯ এলটন চিগুম্বুরা              জিম্বাবুয়ে

সিলেট সুপারস্টারস
বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, পেসার রুবেল হোসেন, প্রিন্স অব কক্সবাজারা মুমিনুল হক, বুমবুম শহীদ আফ্রিদি ও রবি বোপারাকে নিয়ে সিল্টে সুপারস্টারস যেভাবে দল সাজিয়েছে তাতে এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার তারাও। এছাড়াও দলটিতে আছেন দারুণ প্রতিশ্রুতিশীল কিছু টি-টোয়েন্টি খেলোয়াড় যারা যে কোন সময় ঘুড়িয়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য।

খেলোয়াড়                     দেশ
১.মুশফিকুর রহীম                বাংলাদেশ
২. মুমিনুল হক                   বাংলাদেশ
৩. রুবেল হোসেন               বাংলাদেশ
৪. আব্দুর রাজ্জাক                বাংলাদেশ
৫.  মোহাম্মদ শহীদ              বাংলাদেশ
৬. কাজী নুরুল হাসান সোহান  বাংলাদেশ
৭. জুনাইদ সিদ্দিকী               বাংলাদেশ
৮. কাজী নাজমুল হাসান অপু    বাংলাদেশ
৯. নাজমুল হোসেইন মিলন      বাংলাদেশ
১০. আবু সায়েম চৌধুরি          বাংলাদেশ
১১. শহীদ আফ্রিদি               পাকিস্তান
১২. সোহেল তানভির            পাকিস্তান
১১. অজান্তা মেন্ডিস               শ্রীলঙ্কা
১২. জসুয়া কব                    ইংল্যান্ড
১৩. ক্রিস জর্ডান                 ইংল্যান্ড
১৪. রবি বোপারা                 ইংল্যান্ড
১৫. ব্র্যাড হগ                    অস্ট্রেলিয়া

বরিশাল বুলস
বরিশালের শক্তিমত্তার কেন্দ্রে থাকছেন আইকন প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ, পেসার আল আমিন হোসেন, মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। তবে, টি-টোয়েন্টির সবচাইতে বড় স্পন্সর ক্রিস গেইল থাকায় বুলসদের নিয়ে ইতোমধ্যেই যোগ হয়েছে বাড়তি উদ্দীপনা। তাই দেখে নেয়া যাক দলটিতে আরও কারা আছেন।

খেলোয়াড়                    দেশ
১. মাহমুদুল্লাহ রিয়াদ             বাংলাদেশ
২.  আলআমিন হোসেন          বাংলাদেশ
৩. সোহাগ গাজী                  বাংলাদেশ
৪. সাব্বির রহমান রুম্মন         বাংলাদেশ
৫. তাইজুল ইসলাম              বাংলাদেশ
৬. শাহরিয়ার নাফিস            বাংলাদেশ
৭. রনি তালুকদার               বাংলাদেশ
৮. মেহেদি মারুফ               বাংলাদেশ
৯. নাদিফ চৌধুরী                বাংলাদেশ
১০. মোহাম্মদ শরীফুল্লাহ         বাংলাদেশ
১১. সাজেদুল ইসলাম            বাংলাদেশ
১২. ক্রিস গেইল                  ওয়েস্ট ইন্ডিজ
১৩. ‌ এভিন লুইস                ওয়েস্ট ইন্ডিজ
১৪. কেভন কুপার                ওয়েস্ট ইন্ডিজ
১৫. মোহাম্মদ সামি              পাকিস্তান
১৬. ইমাদ ওয়াসিম              পাকিস্তান
১৭. সিকুজি প্রসন্ন                শ্রীলঙ্কা
১৮. ব্রেন্ডন টেইলর               জিম্বাবুয়ে

রংপুর রাইডার্স
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, টাইগার টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার, স্পিনার আরাফাত সানি, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন স্যামি, পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজ ও শ্রীলঙ্কান সচিত্র সেনানায়েকের মতো ক্রিকেটাররা খেলবেন এবারের আসরে নতুন অংশ নেওয়া দল রংপুর রাইডার্সের হয়ে। এছাড়াও দলটিতে আরও যারা খেলবেন:

খেলোয়াড়                    দেশ
১. সাকিব আল হাসান            বাংলাদেশ
২. সৌম্য সরকার                 বাংলাদেশ
৩. আরাফাত সানি                বাংলাদেশ
৪. মুক্তার আলী                   বাংলাদেশ
৫. মোহাম্মদ মিথুন                বাংলাদেশ
৬. সাকলাইন সজিব              বাংলাদেশ
৭. জহুরুল ইসলাম               বাংলাদেশ
৮. আবু জায়েদ চৌধুরি           বাংলাদেশ
৯. মোহাম্ম মুরাদ খান            বাংলাদেশ
১০. রাসেল আল মামুন          বাংলাদেশ
১১. ড্যারেন স্যামি               ওয়েস্ট ইন্ডিজ
১২. লিন্ডল সিমনস               ওয়েস্ট ইন্ডিজ
১৩. সচিত্র সেনানায়েকে          শ্রীলঙ্কা
১৪. থিসারা পেরেরা               শ্রীলঙ্কা
১৫. ওয়াহাব রিয়াজ              পাকিস্তান
১৬. মোহাম্ম নবী                  আফগানিস্তান

কুমিল্লা ভিক্টোরিয়ান্স
বিপিএলে এবারের আসরে আরেক নবাগত দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটিতে আইকন প্লেয়ার হিসেবে আছেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। আরও আছেন ওপেনার ইমরুল কায়েস, পাক টপ অর্ডার আহম্মেদ শেহজাদ, শোয়েব মালিক ও ক্যারিবীয় স্পিনার সুনিল নারাইন। এছাড়াও যারা আছেন:

খেলোয়াড়                      দেশ
১. মাশরাফি বিন মর্তুজা            বাংলাদেশ
২. ইমরুল কায়েস                  বাংলাদেশ
৩. লিটন কুমার দাস                বাংলাদেশ
৪. শুভাগত হোম চৌধুরী            বাংলাদেশ
৫. কামরুল ইসলাম রাব্বি          বাংলাদেশ
৬. সানজামুল ইসলাম              বাংলাদেশ
৭. আরিফুল হক                    বাংলাদেশ
৮. মাহমুদ হাসান লিমন           বাংলাদেশ
৯.  মো: নাইম ইসলাম (জুনিয়র) বাংলাদেশ
১০. আবু হায়দার রনি              বাংলাদেশ
১১. ধীমান ঘোষ                    বাংলাদেশ
১২. আহমেদ শেহজাদ             পাকিস্তান
১৩. শোয়েব মালিক               পাকিস্তান
১৪. নুয়ান কুলাসেকারা            শ্রীলঙ্কা
১৫. লাহিরু থিরিমানে             শ্রীলঙ্কা
১৬. আন্দ্রে রাসেল                 ওয়েস্ট ইন্ডিজ
১৭. সুনিল নারাইন                ওয়েস্ট ইন্ডিজ
১৮. মারলন স্যামুয়েলস           ওয়েস্ট ইন্ডিজ
১৯. ক্রিসমার সান্তোকি            ওয়েস্ট ইন্ডিজ
২০. ড্যারেন স্টিভেনস              ইংল্যান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *