গাজীপুর: আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করেছে পুলিশ। যানচলাচল নির্বিঘ্ন করতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তব্যরত পুলিশ বলছে, আস্তে আস্তে যানবাহনের চাপ বাড়ছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় সরেজমিন ঢাকার প্রবেশদ্বার টঙ্গী ও আব্দুল্লাহপুর ঘুরে এসব তথ্য জানা যায়।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, স্বরণকালের বড় সংবর্ধনায় কালকে যাওয়ার কথা থাকলেও এখনি নেতা-কর্মীরা ভ্যানুতে যাওয়া শুরু করেছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মোড় টঙ্গী স্টেশন রোডের দায়িত্বরত ট্রাফিক পুলিশ সাঈদ জানায়, কালকে ঢাকার সংবর্ধনার জন্য আস্তে আস্তে যানবাহনের চাপ বাড়ছে।
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি বলেন, মানুষের স্রোত এখন ঢাকামুখী। আমাদের অনেক নেতা-কর্মীরা যাওয়া শুরু করেছেন। তাই সংবর্ধনার ভ্যানুর পাশে আমরা আমাদের নেতা-কর্মীদের জন্য থাকার ব্যবস্থা করেছি। আমাদের ইউনিট থেকে লক্ষাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ আমাদের নেতাকে দেখতে ঢাকায় যাবেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ( জিএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক ( অতিরিক্ত ডিআইজি)) জাহিদ হোসাইন ভুৃইয়া বলেন, ঢাকার প্রবেশদ্বার হওয়ায় টঙ্গী পর্যন্ত সড়ক মহাসড়কে যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে জিএমপি।
প্রসঙ্গত: প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে তিনশফিট এলাকায় বড় ধরণের সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সংবর্ধনায় সারাদেশ থেকে লাখ লাখ মানুষ ঢাকায় যাচ্ছেন। ঢাকার প্রবেশদ্বারের মধ্যে টঙ্গী – আব্দুল্লাহপুর একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ৫৯ টি রুটের এই প্রবেশদ্বারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি যৌথভাবে এই পয়েন্টের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে।

