আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কারাগারে হস্তান্তর

Slider বাংলার মুখোমুখি

গাজীপুর: ডিএমপি কর্তৃপক্ষ গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরীকে টঙ্গী পূর্ব থানা পুলিশ সরকারের নির্বাহী আদেশে আটকাদেশ বলে কাশিমপুর কারাগারে হস্তান্তর করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মুহিউদ্দীন আহমেদ এই সংবাদ নিশ্চিত করেন।

পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ৯০ দিনের আটকাদেশ ছিল আসামী আতাউর রহমান বিক্রমপুরীর। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ নরসিংদী থেকেতাকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করে। টঙ্গী পূর্ব থানা পুলিশ কড়া নিরাপত্তায় আটকাদেশ বলে আসামীকে কাশিমপুর কারাগারে হস্তান্তর করেছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লা আল মামুন বলেন, আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ রাখা হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, টঙ্গীতে সাম্প্রতিক সময়ে খতিম মহিবুল্লাহ অপহরণের নাটকের মাষ্টার মাইন্ড এই আতাউর রহমান বিক্রমপুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *