
গাজীপুর: গতকাল গাজীপুর রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে বিএনপি সমর্থক প্যানেল বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছে পরাজিত জামায়াত সমর্থিত প্যানেল।
আজ মঙ্গলবার জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের সেক্রেটারি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান সিরাজী ( অতিরিক্ত পিপি, জজ কোর্ট গাজীপুর) প্যানেলের পক্ষে এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।
বিজয়ী প্যানেলকে অভিনন্দন জানিয়ে শাহজাহান সিরাজী বলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির গাজীপুর ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত বাবুল- টুলু পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হওয়ায় নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামি সমর্থিত প্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে রেড ক্রিসেন্টের সকল কাজে সার্বিক সহযোগিতা করার ও অঙ্গীকার ব্যক্ত করছি।
