
গাজীপুর: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের প্রথম নির্বাচন ২২ ডিসেম্বর সোমবার। এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্ধিতা করছে। ৭টি পদের বিপরীতে দুটি প্যানেল। একটি বিএনপি ও আরেকটি জামায়াতে ইসলামী। ইতোমধ্যে দুটি প্যানেলের প্রার্থীরা প্রচার-প্রচারণা শেষ করেছেন। আগামীকাল ২২ ডিসেম্বর ভোটগ্রহন করা হবে।
অনুসন্ধানে জানা যায়, ৮০ এর দশকে প্রতিষ্ঠিত গাজীপুর রেডক্রিসেন্ট সোসাইটির কোন দিন প্রত্যক্ষ ব্যালটে ভোট হয়নি। যে দল ক্ষমতায় থাকত সেদল নিজেদের মত করে কমিটি ঘোষনা করত। নির্দলীয় ও সেচ্ছাসেবী এই সংস্থা চলত সম্পূর্ণ রাজনৈতিক দলের সংগঠন হিসেবে। ২০২৪ সালের ৫ আগষ্ট বিপ্লব হওয়ার পর এই ইউনিটে একটি কমিটি ঘোষনা হয়। এই কমিটি একটি ভোটার তালিকা প্রণয়ন করে। এই ভোটার তালিকা অনুসারে কালকে ভোট অনুষ্ঠিত হবে।
গাজীপুর রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী অভিনেতা এ এম আশরাফ হোসেন টুলু জানান, রেডক্রিসেন্ট সোসাইটির জন্ম লগ্ন থেকেই প্রত্যক্ষ ভোটে কমিটি গঠন হয় না। আমি সেক্রেটারী হিসেবে দায়িত্ব নেয়ার পর এখন ভোট হচ্ছে। প্রত্যক্ষভোটে এই সংস্থার কমিটি গঠন ও প্রকাশ্যে সাধারণ সভার নজীর এই প্রথম। এই শুভ কাজে গাজীপুরের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
