গাজীপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। সীমিত আকারে কর্মী সমর্থক নিয়ে মনোনয়ন সংগ্রহ করছেন প্রার্থীরা।
আজ রবিবার গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নিকট থেকে গাজীপুর–২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি। এসময় তার সাথে ছিলেন বিএনপি নেতা ডক্টর সহিদউজ্জামান, আহাম্মদ আলী রুশীদ, এডভোকেট সুলতান উদ্দিন, এডভোকেট সিদ্দিকুর রহমান, এডভোকেট মেহেদী হাসান এলিস সহ নেতা-কর্মীরা। ‘
এদিকে গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানও মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

