শ্রীপুরের কৃতিসন্তান অ্যাডভোকেট শাহজাহান রেডক্রিসেন্টের সেক্রেটারী প্রার্থী

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কৃতসিন্তান কাওরাইদ ইউনিয়নের ছেলে গাজীপুর আইনজীবী সমিতির সিনিয়র এডভোকেট এবং গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো: শাহজাহান(সিরাজী) গাজীপুর রেডক্রিসেন্ট নির্বাচনে সেক্রেটারী পদে প্রার্থী হয়েছেন। আগামী ২২ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মো: শাহজাহান(সিরাজী) কলেজে এইচ এসসি পড়াকালীন সময়ে ১৯৯৭ সালে ধামলই গ্রামে সততা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ২০০৬ সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সেক্রেটারি, ২০০৭ সালে সভাপতি,২০০৮-২০০৯ কেন্দ্রিয় সহ ছাত্র কল্যাণ সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর আইন শাখার সেক্রেটারী পদে ২০১৬সাল পর্যন্ত ও ২০২১সাল থেকে বর্তমান পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে অতিরিক্ত পি পি হিসেবে কর্মরত। তিনি বি,এ, অনার্স পাশ করে মাস্টার্সে ফাস্ট ক্লাস লাভ করেন। তিনি পারসনাসল ম্যানেজমেন্ট ডিপ্লমা ঢাকা বি আই এম, ডিপ্লমা ফ্যাসন এন্ড ডিজাই পাশ করে এল,এল বি পাশ করেন ২০১২ সালে। এরপর গাজীপুর বারে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। ২০০২ সালে থেকে ২০০৪ পর্যন্ত এএমসিতে, বি এন সি সি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এ ক্যাডেট হিসেবে দায়িত্ব পালন সহ বাংলাদেশ সেনাবাহিনী সাথে ক্যাপসুল ট্রেনিং শীত কালীল ট্রেনিংএ অংশ গ্রহণ। ২০০৫ সালে তিনি কম্পিউটার এর উপর ডিপ্লোমা ডিক্রী অর্জন করেন। শিক্ষা ও কর্মজীবনে তিনি মেধাবী, শান্ত ও ভদ্র মানুষ হিসেবে সকলের নিকট ইতোমধ্যে প্রশংসা পেয়েছেন। তিনি তার নিজ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্ধিতা করেন। কিন্তু আওয়ামীলীগ সরকার ভোট লুট করে নিয়ে যাওয়ায় তিনি কোন ফলাফল পাননি।

আসন্ন ২২ ডিসেম্বর বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে(২০২৫-২০২৭) তিনি সেক্রেটারী পদে প্রার্থী। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *