স্বদেশের মাটিতে ওসমান হাদিকে বহনকারী বিমান

Slider জাতীয়


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশে অবতরণ করেছে।

বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৫ ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে মিয়ানমারের আকাশসীমা থেকে বাংলাদেশের ভেতর প্রবেশ করে।

ফ্লাইটরাডারের লাইভ ট্র্যাকিংয়ে দেখা গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৫ ফ্লাইটটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছেন।

আর এই বিমানের ওপর অনলাইনে একসঙ্গে নজর রাখছেন ১৫ হাজারের বেশি মানুষ। ফ্লাইটরাডারে আজ যেসব বিমানের ওপর নজর রাখা হচ্ছে, তার মধ্যে সবার উপরে রয়েছে ওসমান হাদিকে বহনকারী বিমানটি।

গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি। ঘটনার দিন তিনি নির্বাচনী প্রচারণার কাজে ওই এলাকায় অবস্থান করছিলেন।

ছাত্রলীগের সন্ত্রাসীর ছোড়া একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাবস্থায় তার মৃত্যু হয়।

ওসমান হাদির এই অকাল মৃত্যুতে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *