২০০১ সালে যুক্তরাষ্ট্রের নিউইযর্ক সিটিতে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে [টুইন টাওয়ার] সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দায়ী বলে মন্তব্য করেছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হলে সম্ভাব্য সংকট মোকাবিলার সময় আমেরিকানদের তিনি কিভাবে নিরাপদ ও গর্বিত রাখবেন এমন এক প্রশ্নে এক টিভি সাক্ষাতকারে এ মন্তব্য করেন তিনি। ব্লুমবার্গ টিভিকে শুক্রবার তিনি এ সাক্ষাতকারটি দেন। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের
ওই প্রশ্নের উত্তরে রিপাবলিকান ফ্রন্ট রানার ট্রাম্প বলেন, ‘আমি মনে করি অন্য সব প্রার্থীর চেয়ে আমার অধিকতর বড় হৃদয় রয়েছে। অন্য সবার চেয়ে আমি অনেক বেশি সক্ষম। যখন আপনি জর্জ বুশের কথা বলেন মানে আমি বুঝাতে চাচ্ছি যে বিশ্ব বাণিজ্য কেন্দ্র তার সময়কালেই ধূলিসাত হয়ে যায়।’ এর জন্য কি জর্জ বুশ দায়ী এমন প্রশ্নে ট্রাম্পের সরাসরি উত্তর, ‘হ্যাঁ, সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ ওই ঘটনার জন্য কিছুটা হলেও দায়ী।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইযর্ক সিটি ও পেনসিলভানিয়ার শাঙ্কসভিলে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার ঘটনায় ২,৯৭৭ জনের প্রাণহানি হয়েছিল। এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদাকে দায়ী করেছে।