ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করার অভিযোগে খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেলিমুল আজমের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে।
খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম এ মামলাটি করেন।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, সেলিমুল আজম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং বর্তমান সরকারকে কটাক্ষ করে ফেইসবুকে নানা ধরনের ছবি ও স্ট্যাটাস দিয়েছেন। এ অভিযোগ এনে রাতে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি করেন আওয়ামী লীগ নেতা সাইফুল।
মামলায় আরও উল্লেখ রয়েছে, খাদ্য নিয়ন্ত্রক সেলিমুল আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় ইসলামী ছাত্র শিবিরের নেতা ছিলেন।
তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে সেলিমুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে বিপদে ফেলার জন্য ফেইসবুকের পাসওয়ার্ড হ্যাক করে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ”
মামলার বাদী সাইফুল ইসলাম বলেন, বেশ কিছুদিন আগে সেলিমুল আজম ফেইসবুকে প্রধানমন্ত্রী, তার পরিবার এবং সরকারকে কটাক্ষ করেছেন। বিষয়টি নজরে আসার পর মামলা দায়ের করা হয়।