গাজীপুর: চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে টঙ্গীতে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১ এই তথ্য জানায়। আজ ভোররাতে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, টঙ্গীর হিমারদীঘী এলাকার নুর মোহাম্মদের ছেলে সোহেল মিয়া(২৪), মরকুন পশ্চিম পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে মামুন মিয়া(২৫), একই এলাকার হানিফ মিয়ার ছেলে হৃদয় (২৫), গোপালপুর এলাকার মৃত আলী আকবরের ছেলে আলামিন মিয়া(২৪) ও মরকুন পশ্চিম পাড়া এলাকার হাবুল মিয়ার ছেলে মামুন হোসেন(২৪)।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ রাকিব হাসান( পিপিএম-সেবা) জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক ও ডাকাতি সহ একাধিক মামলা এবং গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

