টঙ্গীতে মেয়ের হাতে বাবা খুনের অভিযোগ মা ও মেয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায়

Slider গ্রাম বাংলা

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় পারিবারিক কলহের জের ধরে মেয়ের হাতে বাবা খুন হয়েছেন। তবে পুলিশ বলছে ভিকটিম হার্টের রোগী ছিল। মেয়ের সাথে ঝগড়ার সময় অচেতন হয়ে তিনি মারা যান। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে ও তার মাকে থানায় নিয়েছে পুলিশ।

বুধবার(১৭ ডিসেম্বর) বিকেলে এরশাদ নগরে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মেজবাহ উদ্দিন (৫৫)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডের এরশাদনগর ৭ নম্বর ব্লকের মৃত মহোর আলীর ছেলে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে মেরিনা আক্তার(২৬) ও তার মা আলেয়া বেগম (৪৫)কে থানায় এনেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে মেরিনা আক্তার(২৬) রাগান্বিত হয়ে তার হাতে থাকা দরজার তালা দিয়ে তার বাবার ডান চোখের উপর সজোরে আঘাত করেন। গুরুতর আঘাতের ফলে ভিকটিম তাৎক্ষণিক রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর স্থানীয় লোকজন ভিকটিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টঙ্গী দত্তপাড়াস্থ ‘এশিয়ান জেনারেল হাসপাতালে’ ভর্তির পর বিকেল সাড়ে ৩ টায় তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে টঙ্গী পূর্ব থানার এসআই এস এম মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থলের প্রতিবেশী জনৈক নাইম জানান, বাবা মেয়ের মধ্যে বেশ কয়েক দিন ধরে ঝগড়া চলছিল। আজকে দরজার তালা দিয়ে মেয়ে তার বাবার চোখের উপরে আঘাত করলে মাথা ঘুরে পড়ে যায়। এরপর হাসপাতালে তিনি মারা যান।

লাশ উদ্ধারকারী এস আই মেহেদী হাসান জানান, ভিকটিম হার্টের রোগী ছিল। বাবা মেয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বাবা ফ্লোরে পড়ে যায়। পরে হাসপাতালে মারা যায়। তবে লাশের ডান চোখের উপরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, বাবা- মেয়ের মধ্যে ধস্তাধস্তির সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। বাকী ফুটেজ খুঁজছি। এ বিষয়ে তদন্ত চলছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *