
ছবি( টঙ্গীতে ধানের শীষের সমর্থনে এক মঞ্চে ৭ প্রার্থী)
গাজীপুর: গাজীপুর-২ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থীর পক্ষে একই দলের ৭ মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে উঠেছেন। সকল ভেদাভেদ ভুলে অদৃশ্য শক্তির মোকাবেলা করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার করেছেন তারা। দলের বাকী প্রার্থীদের দুই দিনের মধ্যে ফিরে আসার আহবান জানানো হয়েছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় মধুমিতা রোড সংলগ্ন টঙ্গী কনভেনশন হলে এক নির্বাচনী প্রাক প্রস্তুতি সভায় এই আহবান জানানো হয়।
গাজীপুর-২ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির সমর্থনে এক মঞ্চে উঠা মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত হোসেন শাহীন ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।
সভায় বক্তারা বলেন, আমরা সকলেই ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সকলেই ধানের শীষের পক্ষে কাজ করেন। আমরা বিএনপি করি। আমাদের প্রতীক ধানের শীষ। তারা সকলেই ধানের শীষের পক্ষে কাজ করতে সকলের প্রতি আহবান জানাই। আগামী নির্বাচনে একটি অদৃশ্য শক্তির মোকাবেলা করার জন্য তারা অঙ্গীকার করেন। একই সাথে যে সকল বিএনপির নেতা এখনো ধানের শীষের পক্ষে মাঠে নামেননি তাদেরকে আগামী দুই দিনের মধ্যে দলের পক্ষে মাঠে নামার আহবান জানান।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ডঃ মোহাম্মদ শহীদুজ্জামান, সাবেক সহ-সভাপতি আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির আহবায়ক এডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, সাবেক যুগ্ন আহ্বায়ক আ ক ম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হাসান আজমল ভূইয়া, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম কিরণ, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শফিউদ্দিন শফি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য আবুল হাশেম, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা, গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমান, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাশেম, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনাসহ টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা, সদর মেট্রো থানা ও পুবাইল থানা (একাংশ) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
