টঙ্গীতে ধানের শীষের সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণমিছিল

Slider গ্রাম বাংলা

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রার্থী এম মনজুরুল করিম রনির সমর্থনে গণমিছিল হয়েছে।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই গণমিছিল হয়। মিছিলটি টঙ্গী বাজার থেকে স্টেশন হয়ে চেরাগআলী প্রদক্ষিণ করে।

গন মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফ হাওলাদার, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক ও টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী প্রমূখ।

এদিকে নির্বাচনী আচরণ বিধি মানতে হাজারো লোকের উপস্থিতি দেখে গাড়ি থেকে নামলেন না গাজীপুর-২ (সদর- টঙ্গী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি। অবশেষে গাড়িতে বসেই ভোটারদের সাথে করমর্দন করে চলে গেছেন তিনি।

জানা যায়, টঙ্গী এলাকা নিয়ে গঠিত নতুন আসন গাজীপুর-৬ বাতিল করে উচ্চ আদালত। ফলে টঙ্গী এলাকা সাবেক গাজীপুর-২ আসনে চলে যায়। এই অবস্থায় টঙ্গীতে রনির পক্ষে আজ একটি গণমিছিলের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। কিন্তু গতকাল নির্বাচনী তফসিল ঘোষনা হওয়ায় গণমিছিলটি অনিশ্চিত হলেও হাজারো লোক জমায়েত হয়ে যায়। এই অবস্থায় প্রার্থী গণমিছিল স্থলে উপস্থিত হলেও বেশী লোক দেখে গাড়ি থেকে নামেননি। গাড়িতে বসেই তিনি ভোটারদের সাথে করমর্দন করে চলে যান।

এদিকে বেলা ১২ টার এম মনজুরুল করিম রনি টঙ্গীর প্রবীণ নেতা হাসান উদ্দিন সরকার ও সালাউদ্দিন সরকারের বাসায় যান কিন্তু তাদের সাথে দেখা হয়নি। বাসায় না থাকায় এই সাক্ষাৎ হয়নি বলে বলছে বিএনপি নেতারা। এসময় রনির সাথে ছিলেন বাতিল হওয়া গাজীপুর-৬ আসনের প্রার্থী রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আরিফ হাওলাদার, সরকার জাবেদ আহমেদ সুমন, গাজী সালাউদ্দিন ও হান্নান মিয়া হান্নু সহ অনেক বিএনপি নেতা। এরপর টঙ্গী বাজার মসজিদে জুমার নামাজ আদায় শেষে এম মনজুরুল করিম রনি চলে যান পূর্বঘোষিত গণমিছিল স্থল টঙ্গীর সেনাকল্যান ভবন এলাকায়। কিন্তু এই এলাকায় হাজার হাজার মানুষ মিছিল ও বাধ্য বাজিয়ে গণমিছিলের প্রস্তুতি নেয়। কিন্তু বেশী মানুষ দেখে প্রার্থী গাড়ি থেকে না নেমে গাড়িতে বসেই ভোটারদের সাথে করমর্দন করে ঢাকায় চলে যান।

এ বিষয়ে গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি বলেন, গতকাল নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করায় আচরণ বিধি প্রতিপালন করতে গিয়ে গণমিছিলে যাই নি। তিনি তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায সকলের নিকট দোয়া চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *