
গাজীপুর: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাবের নব নির্বাচিত উপদেষ্টা ডা.মাজহারুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়ার গণমূখী রাজনীতি পৃথিবীতে বিস্ময় সৃষ্টি করেছিল। স্বাস্থ্যসেবার পাশাপাশি সেই সকল উন্নয়ন কর্মসূচিকে ড্যাব সব সময় ধারন করেছে। বাংলাদেশের একটি অন্যতম জনবান্ধব জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন ড্যাব তারেক রহমানের ৩১ দফার আলোকে রাষ্ট্র মেরামতকে সমর্থন করে।
গতকাল বুধবার গাজীপুর শহরের মেঘ ডুবি অডিটোরিয়ামে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা.মাজহার এসব কথা বলেন।
গাজীপুর জেলা ড্যাবের আহবায়ক ডা.আলী আকবর পলানের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ডা.শাহজাহান সিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন ড্যাবের সিনিয়র যুগ্ম আহবায়ক সহযোগী অধ্যাপক ডা. কামরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. খায়রুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক ডা. এনামুল হক প্রমুখ। এসময় নার্সেস এসোসিয়েশন, এম ট্যাব সহ বিপুলসংখ্যক চিকিৎসক, নার্স এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
