টঙ্গীতে বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ গোডাউনে আগুন

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

52888_Brazill3
ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
টঙ্গী অফিস: টঙ্গীতে বকেয়া বেতন ভাতার দাবিতে নোমান গ্রুপের প্রতিষ্ঠান জাবের এন্ড জোবায়েরের পাগার এলাকার একটি কেমিক্যাল গোপাউনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল থেকে কয়েকশত শ্রমিক কারখানার সামনে  বেতন ভাতার দবিতে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকের সংখ্যা বাড়তে থাকলে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এতে  পুলিশ বাঁধা দেয়।

এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা জাবের এন্ড জোবায়েরের কেমিক্যাল গোডাউনের তালা ভেঙ্গে ভেতরে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস আগুন নেভায়। তবে আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সকাল ১১টায় এই রিপোর্ট লেখার সময় আগুন নিয়ন্ত্রনে ছিলো। আন্দোলনরত শ্রমিকেরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টঙ্গী থানারা উপ-পরিদর্শক(এসআই) হাসানোজ্জামান  সংবাদটি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *