‘শুধু রায় প্রকাশই নয়, তাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে’

Slider বাংলার মুখোমুখি

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা যে অন্যায় ও অত্যাচার করেছেন, তার জন্য একবার নয়- হাজারবার মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা কম হয়ে যাবে। শুধু রায় প্রকাশ নয়, রায় ঘোষণার পর যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতেই সেই রায় কার্যকর করতে হবে।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

স্নিগ্ধ বলেন, শেখ হাসিনার সব অন্যায়-অত্যাচারের বিচারের রায় বাংলাদেশের জনগণ ইতোমধ্যে দিয়ে দিয়েছে। আমরা শুধু আদালতের আনুষ্ঠানিক রায়ের অপেক্ষায় আছি। জনগণ যে রায় ৫ আগস্ট দিয়েছে, আজকে আদালতের মুখ থেকেও সেই রায় ঘোষিত হবে বলে আমরা আশা করছি। শেখ হাসিনা যে অত্যাচার করেছে, তার জন্য তাকে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা- শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির রায় আজই ঘোষণা হোক। শুধু রায় প্রকাশ নয়; যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে এই রায় কার্যকর করা হোক- সেটি আমাদের সকলের পক্ষ থেকে আশা এবং প্রত্যাশা।

শহীদ মুতাসির রহমানের বাবা সৈয়দ গাজী রহমান বলেন, শেখ হাসিনা হাজারো মানুষের বুক খালি করেছে। এ রায় যেন দ্রুত কার্যকর হয় এবং তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। শেখ হাসিনা ও তার সহযোগীদেরও ফাঁসি দিতে হবে- আমরা অন্য কিছু চাই না।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই জাতি অকৃতজ্ঞ জাতি, এই জাতি পাঁচ তারিখের পর থেকে নিয়ে ব্যস্ত। বিচার নেই, সংস্কার নেই। অনেকে বলে- ওরা গিয়ে বিচার করবে, সংস্কার করবে। তাহলে আমাদের ছেলেরা যে রক্ত দিল- তার কি হবে? জুলাই সনদের কোনো খবর নেই, বিচার নেই, সংস্কার নেই। এই সরকারের ভিত্তি আমি দেখি না। আজকের রায়ের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি- ফাঁসি ঘোষণা হোক এবং তা যেন প্রকাশ্যে কার্যকর হয়- আমরা এটাই চাই।

শহীদ হাবিদুর শিকদার বাবা মোহাম্মদ আবু বকর শিকদার বলেন, আজ আমি আন্তর্জাতিক টার্মিনালে আইছি, শেখ হাসিনার ফাঁসির রায়টা যেন কার্যকর হয়। শেখ হাসিনাকে যেন ভারত থেকে আইনা (এনে) বাংলার মাটিতে যেন, প্রকাশ্যে তার ফাঁসি হয়। আমরা শহীদ পরিবার এবং সাধারণ জনগণ যেন দেখতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *