২০ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

Slider গ্রাম বাংলা

2015_09_07_10_45_17_pO9gTrBZnV29YhSmCIxL1PgtH3oQLy_original

 

 

 

 

 

কসবা উপজেলার কুটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুটি বাজারের একটি দোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা বাজারের চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় কসবা, আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বিভিন্ন প্রকারের ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *