
গাজীপুর: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নতুন সদস্য ফরম সংগ্রহ উপলক্ষে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এ ফরম বিতরন কর্মসূচি অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় উপদেষ্টা ড্যাব ডা. মাজহারুল আলম।
ড্যাবের ডাক্তারদের উদ্দেশ্যে ডা.মাজহারুল বলেন, গাজীপুর জেলা ড্যাব অকুন্ঠ সমর্থন দিয়ে জেলায় বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের পক্ষে কাজ করবে। বিএনপিকে জনগণ ভোট দিয়ে দেশ সেবার সুযোগ দিবে ইনশাল্লাহ। চিকিৎসক সমাজ ধানের শীষের পক্ষে আছে।
উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ড্যাব এর সভাপতি ডা. মুহাম্মদ আলী আকবর পলান, সঞ্চালনা করেন সদস্য সচিব ডা. মোহাম্মদ খলিলুর রহমান, আরোউপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক ডা. মোহাম্মদ কামরুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক ডা. শাহজাহান সিরাজ, ডা.খাইরুজ্জামান, ডা. এনামুল হক, ডা. আহসানা আক্তার তারা, ডা.মাহবুব হোসেন রুবেল সহ আরোও ড্যাব এর সদস্যবৃন্দ।
