গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে বড়বাড়ি মানববন্ধন অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা


মোঃ আলীআজগর থান পিরু, গাজীপুর: গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে গাছা থানাধীন বড়বাড়ি ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় গাজীপুর মহানগরীর গাছা বড়বাড়ি গাছা সাংবাদিক ক্লাবের সামনে স্থানীয় নাগরিকদের ও ৩৭ নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির ৩৭ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আউয়াল সরকার। আয়োজনে ছিলেন জাবেদ আহমেদ সুমন। সভাপতিত্ব করেন ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুহিন। এতে উপস্থিত ছিলেন গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল নাইম, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সোলাইয়মান ইসলাম নবীনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও গাছা থানা ওলামাদলের নেতৃবৃন্দ।
গাজীপুর-৬ আসন বহাল রাখা স্থানীয় জনগণের ন্যায্য দাবি।

বক্তারা জানান, “গাজীপুর মহানগর দ্রুত বর্ধনশীল একটি এলাকা। জনসংখ্যা, ভোটার ও প্রশাসনিক চাপ বিবেচনায় নতুন আসন তৈরি হওয়া সময়ের দাবি ছিল। এখন হঠাৎ সেই আসন বাদ দেওয়ার প্রস্তাব মানুষ মেনে নিতে পারছে না।” তারা আরও বলেন, “এই আসন শুধু রাজনৈতিক প্রতিনিধিত্ব নয় — এটি এখানকার নাগরিক উন্নয়ন, অবকাঠামো ও সামাজিক সেবার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই আসনটি বাদ দিলে হাজারো মানুষ প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত হবে।” গাজীপুরে দীর্ঘদিন ধরে সংসদীয় আসনের সংখ্যা ৫টি। নির্বাচন কমিশনের প্রাথমিক খসড়ায় গাজীপুর মহানগরের জনসংখ্যা ও নতুন ওয়ার্ড গঠনের ভিত্তিতে নতুন একটি আসন (গাজীপুর-৬) সংযোজনের প্রস্তাব করা হয়। এরই প্রেক্ষিতে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেন। কিন্তু নির্বাচন কমিশনের সর্বশেষ গেজেটে হঠাৎ করে গাজীপুর-৬ আসনটি বাদ দেওয়া হয়। তাই জনমনে খোব সৃষ্টি হয়েছে। “গাজীপুর-৬ আসন সৃষ্টি হলে স্থানীয় জনগণের ভোটাধিকার আরও কার্যকর হবে, স্থানীয় সমস্যা সমাধান সহজ হবে, এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আসবে। কিন্তু হাইকোর্টের রায়ের ফলে সেই সুযোগটি ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, “আসন পুনর্বিন্যাস কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি উন্নয়ন ও নাগরিক অধিকার রক্ষার বিষয়।” তাদের দাবি— গাজীপুর-৬ আসন পূর্ণবহাল না হলে ভবিষ্যৎ ভোটার তালিকা, বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র বণ্টনসহ অনেক প্রশাসনিক কার্যক্রমে জটিলতা তৈরি হবে।
তাই মানববন্ধনে উপস্থিত সকলের প্রাণের দাবি আসনটি যেন পূর্ণবহাল রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *