মানিকছড়িতে জেএসএস-ইউপিডিএফ বন্দুকযুদ্ধ : নিহত ১, আহত ২

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

55289_Khagrachari-Map
গ্রাম বাংলা ডেস্ক: মানিকছড়ির নির্জন জনপদ কুমারীর আলু বাগান এলাকায় শুক্রবার ভোরে জেএসএস ও ইউপিডিএফ সন্ত্রাসীদের মধ্যে ঘণ্টাব্যাপী মুখোমুখি বন্দুকযুদ্ধে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উপজেলার কুমারীর আলু বাগান এলাকায় শুক্রবার ভোর ৬টায় জেএসএস ও ইউপিডিএফ সন্ত্রাসীরা একে অপরের দেখা পেয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত থেমে থেমে শত রাউন্ড গুলি বিনিময়ে রাঙ্গামাটির রাজস্থলি উপজেলার পরেশ তংচংগা (৩৫) নামে এক যুবক নিহত হন। এছাড়া জ্যাতিময় চাকমার পুত্র আনন্দ চাকমা (২৯) ও কালী কুমার চাকমার পুত্র শান্ত চাকমা (২৫) আহত হন। তাদের উভয়ের বাড়ি জুর্গাছড়ি লক্ষ্মীছড়ি গ্রামে।
আহত দু’জন জেএসএস কর্মী এবং নিহত যুবক ইউপিডিএফ কর্মী বলে লক্ষ্মীছড়ি জেএসএস নেতা জ্যোতিময় চাকমা ও ধীমান চাকমা নিশ্চিত করেছেন। তারা ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন।
খবর পেয়ে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।
তবে ইউপিডিএফ-এর তথ্য ও প্রচার সমন্বয়কারী নিরন চাকমা তা অস্বীকার করে বলেন, ঘটনার সাথে ইউপিডিএফের সম্পৃক্ততা নেই। এটি বোরকা পার্টি ও জেএসএস এর মধ্যে ঘটেছে।
মানিকছড়ি থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে ১১টায় লাশ উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
আহত দু’জনকে প্রথমে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক মহসিন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে চমেক হাসপাতালে পাঠান। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *