ঢাকা: ভারতের স্টার্টআপ প্রতিষ্ঠান সোয়াইপ টেকনোলজি সাশ্রয়ী দামে একটি ফোরজি ফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল সোয়াইপ এলিট ২। ভারতে স্মার্টফোনের তীব্র প্রতিযোগিতার বাজারে ক্রেতা টানতে প্রতিষ্ঠানটি কম দামে এই ফোনটি ছেড়েছে। ৮ নভেম্বর থেকে ক্রেতারা ভারতের বাজারে ফোনটি কিনতে পারবেন। এটির মূল্য মাত্র ৪ হাজার ৬৬৬ টাকা। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় ফোনটির মূল্য দাঁড়ায় ৫ হাজার ৫৪৬ টাকা।
সোয়াইপ এলিট ২ ফোনটিতে আছে সাড়ে চার ইঞ্চির কিউএইচডি আইপিএস ডিসপ্লে। ৬৪ বিটের ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর সমৃদ্ধ ফোনটির র্যাম ১ জিবি। বিল্টইন মেমোরি আছে ৮ মেগাপিক্সেল। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ডুয়েল সিম সমর্থন করে। ফোনটির ব্যাটারি ১ হাজার ৯০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।
ফোনটি ফোরজি, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি, জিপিএস নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।