অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: বরিশালের আগৈলঝাড়ায় লক্ষ্মী দশহরার মেলার অনুষ্ঠানে প্রশাসনকে আমন্ত্রণ না করায় উপজেলা নিবাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে যায়নি। এতে সাধারণ লোকজনের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে লক্ষ্মীপূজা শেষে প্রতিবছর উপজেলা সদরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে মাঠে লক্ষ্মী দশহরার মেলা অনুষ্ঠিত হয়। মেলায় লক্ষ্মী প্রতিমা, আরতী ও ঢাকের বাদ্যসহ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ওই মেলার অনুষ্ঠানে উপজেলা নিবাহী কর্মকর্তা দেবী চন্দ, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায় ও ইউপি চেয়ারম্যানদেরকে আমন্ত্রণসহ ব্যানারে অতিথি হিসেবে তাদের নাম না থাকায় তারা অনুষ্ঠানে যোগদান করেননি। এতে মেলায় আগত সাধারণ লোকজনের মাঝে ক্ষোভ দেখা দেয়। এব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবী চন্দ সাংবাদিকদের বলেন, আইন-শৃঙ্খলা সভায় সবাইকে দশহরা দেখার আমন্ত্রণ করা হয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদ আমন্ত্রণ করেনি। ব্যানারে নাম না দেয়ার ব্যাপারে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ ভালো বলতে পারবেন। উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার বলেন, প্রতিবছর লক্ষ্মী দশহরার মেলায় আমাদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়। এবছর আমাদের আমন্ত্রণ করা হয়নি। এব্যাপারে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ কোন মন্তব্য করতে রাজি না হওয়ায় সাধারণ সম্পাদক বিপুল দাস জানান, উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত সবাইকে দশহরা দেখার জন্য আমন্ত্রণ করা হয়েছিল।