সাংবাদিক মরহুম আলতাফ হোসেনের স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা


গাজীপুর: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা দেশবরেণ্য প্রবীণ সাংবাদিক মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের স্বরণে গাজীপুর জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের সৃতিচারণ করে তার সাংবাদিক জীবনের নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়। মরহুম মুহম্মদ আলতাফ হোসেন কর্ম জীবনে দেশের শীর্ষস্থানীয় বহু জাতীয় পত্রিকায় কাজ করেছেন। সাংবাদিকদের একতা, শান্তি শৃঙ্খলা তৈরি এবং নির্যাতন, নিপীড়ন বন্ধে ও সাংবাদিকদের যুক্তিক দাবি আদায়ের লক্ষ্য নিয়ে মরুহুম মুহম্মদ আলতাফ হোসেন ১৯৮২ সালে ১২ ফেব্রুয়ারি জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা করেন। বর্তমানে দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় এর শাখা কমিটি রয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিতে একটি ভারসাম্য পরিবেশে তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছেন। জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর ২০২৪ ইং সোমবার রাত ১০ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদল প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গাজীপুর ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট, মোঃ মাহবুব আল হাসান জিয়া প্রতিষ্ঠাতা-সভাপতি UTSOB। জাতীয় সাংবাদিক সংস্থা, গাজীপুর জেলা শাখার সভাপতি, মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, মোঃ হযরত আলী, ঢাকা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ছানাউল্লাহ ভূঁইয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি সোহাইল মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *