টঙ্গীতে বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার কলেজ শিক্ষক, ভারপ্রাপ্ত অধ্যক্ষও আসামী

Slider গ্রাম বাংলা

গাজীপুর: টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সিনিয়র প্রভাষক হানিফ উদ্দিনকে স্কুলের সামনে থেকে ধরে পুলিশে দিয়েছে জনতা। তার বিরুদ্ধে একটি বৈষম্য বিরোধী মামলা রয়েছে। এর আগে বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার হয় এই কলেজের অধ্যক্ষ। অধ্যক্ষ গ্রেপ্তারের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যিনি দায়িত্ব পেয়েছেন তিনিও বৈষম্য বিরোধী মামলার আসামী।

আজ রবিবার( ১২ অক্টোবর) বেলা ১২ টার দিকে টঙ্গীতে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার কলেজ শিক্ষক হানিফ উদ্দিন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সিনিয়র প্রভাষক। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি বৈষম্য বিরোধী মামলা রয়েছে।

পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১১ টার দিকে স্কুলের সামনে শিক্ষক হানিফকে জনতা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে থানায় আনে। উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনর রশিদ বলেন, হানিফ উদ্দিনের বিরুদ্ধে মামলা আছে। জনতা ধরে পুলিশে দিয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ( ওসি) মো: হারন অর রশিদ বলেন, জনতা শিক্ষককে ধরে পুলিশে দিয়েছে। উত্তরা পশ্চিম থানা বলেছে, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা আছে তাই গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত: টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিনকে বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়। তারপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসবে হারুন অর রশিদকে নিয়োগ করা হয়। হারুনর রশিদের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্য বিরোধী মামলা আছে। তবে হারুনর রশিদ বলেছেন, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা আছে। তিনি যাবতীয় কাগজপত্র জমা দিয়েছেন। তাকে মামলা থেকে বাদ দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *