টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে লিফলেট বিতরণ ও জনসংযোগ করা হয়েছে। গাজীপুর-৬ আসনের ধানের শীষ প্রতীক প্রত্যাশী টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন এই লিফলেট বিতরণ করেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে টঙ্গীর ৪৯ নম্বর ওয়ার্ডে ৩১ দফা বাস্তবায়নে জনসংযোগ করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন।
জনসংযোগে ৩১ দফা বাস্তবায়নে ৪৯ নম্বর ওয়ার্ড স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন পেশার কর্মজীবী মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে তিনি বলেন, তরুণদের বিকাশের জন্য খেলাধুলা ও সংস্কৃতি বিকাশ ঘটাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথা বলেছেন-এক কোটি তরুণদের চাকরির ব্যবস্থা করা হবে, আমরা সেই পদক্ষেপ হাতে নেব। শ্রমিকদের দাবি ও ন্যায্য পাওনা যেন তারা পায় সে লক্ষ্যে মালিকপক্ষের সঙ্গে আমরা বসব। শ্রমিকরা যেন তাদের ন্যায্য পাওনা নিয়ে নিরাপদে বাসায় ফিরতে পারেন, সেই লক্ষ্যে প্রশাসনের সঙ্গে আমরা কাজ করব।
জনসংযোগে উপস্থিত ছিলেন- টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চাঁন মিয়া প্রধান, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপির নেতা নাজিউর রহমন সুমন, মোবারক হোমেন মিলন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য রাজীব বিন শহীদ রিগানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

