দুর্গম এলাকায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে আকাশে তিনশ’ বেলুন ছাড়ছে গুগল।
এই পরিকল্পনার বিস্তারিত ঘোষণা করে গুগল জানিয়েছে, তারা পৃথিবীর চারপাশে তিনশ’ হিলিয়াম বেলুনের একটি রিং তৈরি করতে চায়। এই বেলুনে বাঁধা থাকবে দুটি করে রেডিও ট্রান্সিভার, যেগুলো নিরবচ্ছিন্নভাবে ডেটা আদান-প্রদান করতে পারে।
এছাড়া বেলুনে একটি করে ফ্লাইট কম্পিউটার ও জিপিএস কম্পিউটারও থাকবে বলে জানিয়েছে ইন্টারনেটজায়ান্ট গুগল।
আগামী বছর নাগাদ পৃথিবী ঘিরে এই বেলুনের বলয় তৈরি হয়ে যাবে বলে আশা করছে গুগল। তারা জানিয়েছে, যারা এই বেলুনের আওতার মধ্যে থাকবেন, তারা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পাবেন।
ইন্দোনেশিয়ার তিনটি মোবাইল ফোন নেটওয়ার্ক গুগলের এই পরীক্ষামূলক প্রকল্পে যুক্ত হওয়ার কথা ঘোষণা করেছে। এর আগে শ্রীলংকাও একই ধরনের এক প্রকল্পের জন্য গুগলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়।
উল্লেখ্য, গুগলের এই ইন্টারনেট সংযোগ হবে ফোর-জি মানের।