
ছবি: প্রধান ফটকে চাকুরীচ্যুত প্রতিবন্ধীদের চাকুরীর ফেরত দেয়ার দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন এড়িয়ে যাচ্ছেন উপদেষ্টা
গাজীপুর: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বতী সরকার আল্লাহর তরফ থেকে নাযিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই যে আমরা যাদু দিয়ে সব কিছু করে ফেলব।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে টঙ্গীতে অবস্থিত শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট, মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, দেখতে হবে, আমাদের কাজ ও সময়ের পরিধি বুঝতে হবে। আমরা যেখানে হাত দেই সেখানেই দূর্নীতি। রন্দ্রে রন্দ্রে দূর্নীতি, পোকা মাকরের মত দূর্নীতি। এই অবস্থা শুধু ষোলো বছরের বিষয় নয়, এটা শত যুগ ধরে চলছে। সরকারি প্রকল্প লাভ জনক না হওয়ার জন্য তিনি দূর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন।
টঙ্গীর মৈত্রী শিল্প চলতি অর্থ বছরে ২২ কোটি টাকা ভর্তুকি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি যদি সময় পাই তাহলে এক বছরে এই প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে। এর আগে উপদেষ্টা প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শন কালে উপদেষ্টার সাথে ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও টঙ্গীস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট, মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান (উপসচিব) ও ব্যবস্থাপক মো: মোহসীন আলী সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।
চাকুরীচ্যুত প্রতিবন্ধীদের মানববন্ধন এড়িয়ে গেলেন উপদেষ্টা
সমাজ কল্যান মন্ত্রণালয়ের অধীন পরিচালিত শারিরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প টঙ্গী থেকে আওয়ামীলীগ আমলে চাকুরীচ্যুতদের তোপের মুখে না পরে এড়িয়ে গেলেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সমাজ কল্যান মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ গতকাল বেলা ১ টা ৪৫ মিনিটে টঙ্গীতে অবস্থিত শারিরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে প্রবেশ করেন। উপদেষ্টার গাড়ি প্রবেশের সময় প্রধান ফটকে মানববন্ধন করছিলেন চাকুরীচ্যুত প্রতিবন্ধীরা। এসময় উপদেষ্টার গাড়ি কিছু সময় পুলিশি প্রটোকলে দাঁড়িয়ে থেকে পরে ভেতরে প্রবেশ করে। কিন্তু উপদেষ্টা কিছু বলেননি।
অনুসন্ধানে জানা যায়, আওয়ামীলীগের আমলে এই প্রতিষ্ঠান ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত ২৮ জন শ্রমিককে চাকরীচ্যুত করা হয়। এর মধ্যে জাহিদ হোসেন, আবুল বাশার স্বপন, ওয়াসিম, সৈয়দ আল ইমরান, আব্দুল মতিন, আব্দুল হামিদ ও শ্রী নারায়নসহ ১২ জন প্রধান উপদেষ্টা ও সমাজ কল্যাণ উপদেষ্টা বরাবর চাকরি ফেরত পাওয়ার জন্য আবেদন করেন। গত ১২ জুলাই শুনানির দিনে চাকরিচ্যুত ব্যক্তিদের চাকুরি ফেরতের আশ্বাস দেওয়া হয়। এখনও তাদের চাকরি পুনর্বহান না করায় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের জন্য তারা ওই মানববন্ধন করেছিলেন।
ক্যাপশন: ১, টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প পরিদর্শন করছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ ২. প্রধান ফটকে চাকুরীচ্যুত প্রতিবন্ধীদের চাকুরীর ফেরত দেয়ার দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন এড়িয়ে যাচ্ছেন উপদেষ্টা)
