নারায়ণগঞ্জে পুলিশের ১৫ সদস্য করোনায় আক্রান্ত

Slider জাতীয়


নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশের ১৫ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) কয়েকজন সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেয়ায় ২০ সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম ও র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি জায়েদুল আলম জানান, জেলা পুলিশের ১৫ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে ৩ জন পরিদর্শক ও বাকিরা কনস্টেবল পদমর্যাদার। জেলা পুলিশ লাইনসে বিশেষভাবে ও বাসায় ১২ জনকে আইসোলেশন রাখা হয়েছে।

এ ছাড়া ৩ জনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসোলেশনে রাখা হয়েছে। এদের সবাই সুস্থ রয়েছেন।

অপরদিকে র‌্যাব-১১-এর সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন যুগান্তরকে বলেন, আমাদের কয়েকজন সদস্যের করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় তাদের সংস্পর্শে থাকা ২০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল আসলে জানা যাবে কেউ আক্রান্ত কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *