আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন লন্ডনে তার ছেলে তারেক রহমানের হাতে বন্দি।’
শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক লীগের ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাসিম বলেন, ‘ছেলের অঙ্গলি হেলনেই চলছেন খালেদা জিয়া। তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে কি না সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ ও সংশয় আছে।’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, ‘কদিন আগে দুজন বিদেশি নাগরিক হত্যা করা হয়েছে। তাজিয়া মিছিলের ওপর হামলা করে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন আর টিআইবি বলেন, মনে রাখতে হবে তাদের বক্তব্যে গভীর ষড়যন্ত্র রয়েছে।’
বিএনপি নেত্রীর উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগ প্রকাশ্যে রাজনীতিতে বিশ্বাস করে। প্রতিপক্ষ সব সময়ই সামনা-সামনি লড়াই এবং রাজনৈতিক যুদ্ধ করবে—এটাই আওয়ামী লীগ চায়। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে পিছনের দরজা দিয়ে। জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায়। আর গত দুই বছরে নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। খালেদা জিয়া লন্ডনে চিকিত্সা নিতে যাওয়ার পর থেকে বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে চলছে।’
নাসিম বলেন, ‘আগামী নভেম্বর গুরুপ্তপূর্ণ মাস। এ মাসে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। নেত্রীর নির্দেশ পেলে তাত্ক্ষণিক রাজপথে নেমে চক্রান্তের বিষদাঁত ভেঙে দিতে হবে। এই নভেম্বর মাসে যুদ্ধাপরাধীদের বিচার দণ্ড কার্যকর হবে।’
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার শামসুল হক রেজা, সহসভাপতি শেখ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি প্রমুখ।