প্রতিশ্রুতি মতো শিরোপা ঘরেই রেখে দিল চট্টগ্রাম আবাহনী। প্রথমবারের মতো আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ প্রতিযোগিতার আয়োজক চট্টগ্রাম আবাহনী আগের দিন জানিয়েছিল তারা ট্রফি ঘরে রেখে দিতে চায়। দলটি কথা রেখেছে ফাইনালে কলকাতা ইস্ট বেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে। দলের জয়ে এলিটা কিংসলে একাই দুই গোল দেন। অপর গোলটি করেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। অথচ খেলায় প্রথমেই পিছিয়ে পড়েছিল স্বাগতিক ক্লাবটি। চট্টগ্রাম আবাহনী এ জয়ে ইস্ট বেঙ্গলের কাছে প্রতিযোগিতার প্রথম ম্যাচে হারেরও শোধ নিল।
আজ শুক্রবার রাতে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ১০ মিনিটে অভিন রাগের গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইস্ট বেঙ্গল। বিপুল সংখ্যক স্বাগতিক দর্শকের উপস্থিতিতে ৩৫ মিনিটে বা প্রান্ত থেকে মিঠুনের দেয়া ক্রসে বল পেয়ে হেডে সমতা (১-১) ফেরান চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে। প্রথমার্ধ শেষ হয় আর কোন গোল ছাড়াই।
চট্টগ্রামের দলটি বিরতির পর খেলতে নেমেই আগের তুলনায় আরো বেশি আক্রমনাত্মক ফুটবল খেলে। এরই সুবাদে ৫৪ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এলিটা কিংসলে (২-১)। এ সময় মুহুর্মুহু আক্রমণ চালায় বাংলাদেশের ক্লাবটি। ৫৬ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের পাহারাকে উপেক্ষা করে হেডে গোল নিশ্চিত করেন হেমন্ত (৩-১)। কলকাতার দলটি এভাবে পিছিয়ে পড়ার পর গোলের জন্য মরিয়া হলে খেলে। কিন্তু আবাহনীর সাফল্যের সাথে সেসব আক্রমণ রুখে দেন। ৯০ মিনিটে চট্টগ্রামের শরিফুলের দেয়া দুর্দান্ত পাস এলিটা কিংসলে চলন্ত বলে পা বাড়াতে পারলে ব্যবধান আরো বাড়তো।
চট্টগ্রাম আবাহনী ইস্ট বেঙ্গলের কাছে ২-১ গোলে হারলেও গ্রুপ পর্যায়েই ঘুরে দাঁড়িয়েছিল। তারা দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারায়। এরপর শেষ ম্যাচে করাচী ইলেকট্রিক ক্লাবকে অনেকটা হেসেখেলে ৪-২ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্স আপ হিসেবে সেমিফাইনালের টিকেট কাটে। সেমিতে আফগানিস্তানের ডি স্পিঙ্গার বাজানের বিরুদ্ধে ৩-১ গোলে জিতে ফাইনালে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়ে আগের হারের মধুর প্রতিশোধ নিলো চট্টগ্রাম আবাহনী। উল্লেখ্য শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ প্রতিযোগিতায় বাংলাদেশের তিনটি দলের সঙ্গে বিদেশি পাঁচটি ক্লাবও অংশ নেয়।