ঢাকা: ঢাকা জেলার সাভার উপজেলার আলোচিত নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ২৪ সেপ্টেম্বর বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ হয়।
আদেশে বলা হয় জনাব আবু বকর সরকার (২০৭০২)উপজেলা নির্বাহী অফিসার সাভার ঢাকা কে বর্তমান কর্মস্থল থেকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়
ঐ বিভাগে তাকে নির্বাহী অফিসার হিসেবে নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ক্ষমতা অর্পণ করা হলো। প্রজ্ঞাপন আরো বলা হয়েছে ৭ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন,অন্যথায় ৭ অক্টোবর ২০২৫ তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ)বলে গণ্য হবেন।
এদিকে দুর্নীতি দমন কমিশন কর্তৃক ০০.০১.২৬০০.৬১৩.০১.৮২৪.২৫.নং স্মারকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার এর বিরুদ্ধে জাল জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার ইকোনমিক ক্যাডারে নিয়োগ লাভ ও সরকারি সুবিধা গ্রহণের অভিযোগ অনুসন্ধানের প্রতিবেদন প্রেরণের জন্য একটি চিঠি ইসু করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১)মোহাম্মদ খাইরুল হক গত ১৭ সেপ্টেম্বর তারিখে ওই চিঠিতে স্বাক্ষর করেন।
ওই চিঠি স্বাক্ষরের পরপরই আবু বকর সরকারকে ঢাকা বিভাগ থেকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জানা গেছে,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে ১৯ পাতার অভিযোগ জমা পড়েছে।এই অভিযোগের আলোকে দুর্নীতি দমন কমিশন তদন্তের নির্দেশ প্রদান করেছেন।
আবু বকর সরকারের বদলির সংবাদের পর পরই তার নিজ এলাকা গাজীপুরের পূবাইলের খিলগাও এ স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্য স্বস্তি নেমে আসে। এ সময় মুক্তিযোদ্ধারা একে অপর কে মিষ্টি খওয়ান।
এ সময়ে পূবাইল এলাকার মুক্তিযোদ্ধারা অবিলম্বে আবু বকর সরকার কে সরকারি চাকরি থেকে বরখাস্ত করার দাবি করেন।
এ সময় তারা জানান আবু বকরের সরকারের বাবা কখনই মুক্তিযুদ্ধ করেননি,বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার মামা ডিআইজি হাফিজ আক্তারের মাধ্যমে তার বাবা আব্দুর রউফ সরকার মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তার বাবা আব্দুর রউফ সরকারের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেন।
স্থানীয় মুক্তিযোদ্ধারা আবু বকর সরকারের পিতা আব্দুর রউফ সরকারের মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও আবু বকর সরকারকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করার জন্য সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
আবু বকর সরকার ৫ ই আগস্ট এর পর তার নিজ গ্রামে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে নিয়ে সরকারি কম্বল বিতরণ করেন এ নিয়ে দৈনিক ভোরের আলো পত্রিকা সহ গাজীপুরের স্থানীয় আরো কিছু পত্রিকায় বিষয় সংবাদ প্রকাশ হয়েছিল।
এছাড়াও আনন্দ টিভির গাজীপুরের সাংবাদিক শাকিলকে আবু বকর সরকারের ভাই সোলেমান সরকার সংবাদ সংগ্রহ করতে গেলে হেনস্তা করে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দেন।ভুক্তভোগী শাকিল এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারের ব্যক্তিগত মোবাইল ফোনে ফোন দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিক শাকিলকে ও চাঁদাবাজ বলে হুমকি প্রদান করেন।আবু বকর সরকারের বাবা আব্দুর রউফ সরকারের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে আনন্দ টিভিতে দুই পর্বের প্রতিবেদন সম্প্রচারিত হয়।

