গাজীপুর: গাজীপুরের শিল্পনগরী টঙ্গীর দুই থানায় ১২টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ মহাষষ্ঠীর দিনে নিশ্চিদ্র নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে টঙ্গীর পূজা মন্ডপগুলোকে। আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য ২ শিফটে দায়িত্ব পালন করছেন মন্ডপ এলাকায়। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী নিয়মিত টহল শুরু করেছে।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিন) মহিউদ্দিন আহমেদ।
জানা গেছে, ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে সনাতন ধর্মানূরাগীদের দূর্গা পূজা অনানুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। প্রতিমা তৈরি শেষে আজ থেকে নানা আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে মহাষষ্ঠিতে শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। ২ অক্টোবর বিজয়া দশমী শেষে দেবীর বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে দুর্গোৎসব। ষষ্ঠী থেকে দশমী শারদীয় দূর্গোৎসবের পাঁচ দিন সনাতন ধর্মালম্বী ধনী দরিদ্র সবাই মেতে ওঠেন এই উৎসবে। শান্তিপূর্ণভাবে পূজার কাজ সম্পন্ন করতে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটিসহ স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। টঙ্গীতে ১২টি স্থায়ী-অস্থায়ী দূর্গা মন্ডপের মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৯টি ও পশ্চিম থানায় ৩টি মন্ডপে পুঁজা হচ্ছে। স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সারদীয় দূর্গা পূজার অভিন্দন জানিয়ে টঙ্গীবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেছেন। এসব মন্ডপে অনুষ্ঠিত পূজাকে নির্বিঘ্ন করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিসীর প্রায় শতাধিক সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করছেন। গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকেও টঙ্গীসহ মহানগরীর ১২১টি পূজা মন্ডপে অনুদান প্রদান করা হয়েছে।
স্থানীয় সংশ্লিষ্ট সূত্র জানায়, এবছর অনুষ্ঠিত দূর্গা পুজার ১২টি মন্ডপ হলো, টঙ্গী বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, আমতলী সার্বজনীন হরিজন ঐক্য পরিষদ দূর্গা মন্দির, মরকুন পূর্বপাড়া শ্রী শ্রী সেবা সংঘ, মরকুন সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, শিলমুন প্রাইমারি স্কুল সংলগ্ন শ্রী শ্রী সৃষ্টি কল্যাণ সংঘ, শিলমুন যুগীবাড়ি শ্রী শ্রী সৎ সংঘ, শ্রী শ্রী মাতৃ সংঘ, দত্তপাড়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডপ, পাগার গুদারাঘাট সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পূজা উদযাপন পরিষদ, খৈরতুল সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডপ, মিত্তিবাড়ি মহাশশ্মান দূর্গা পূজা মন্ডপ, ভাদাম পূর্বপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ।
সনাতন ধর্মের বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বিপুল চন্দ্র দেবনাথ বলেন, বিভিন্ন পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও প্রশাসনিকভাবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় আমরা আশ্বস্ত শান্তিপূর্ণভাবে পূজার সম্পূর্ণ করতে পারবো।
টঙ্গী পূর্ব থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ বলেন, সরকারি নির্দেশনা মেনে টঙ্গীতে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ও নিরাপত্তার লক্ষে মন্ডপের চারপাশে সিসি ক্যামেরা স্থাপনসহ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
টঙ্গী পশ্চিম থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিদ্যুৎ দাস জানান, প্রশাসনের ভূমিকা সন্তোষজনক। আশা করছি শান্তিপূর্ণ ভাবে পূজা সমাপ্ত হবে।
গাজীপুর মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) মহিউদ্দিন আহমেদ বলেন, প্রতি বছরের মতো এবারও শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। কোন নিরাপত্তা ঝুঁকি নেই। প্রত্যেকটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানোসহ অধিক গুরুত্বপূর্ণ মন্ডপে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের শতাধিক সদস্য ২শিফটে এই দায়িত্ব পালন করছেন।

