মশের মবিন চৌধুরীর পদত্যাগকে আওয়ামী লীগ নেতারা ‘বিএনপির ভাঙন শুরুর ইংগিত’ মনে করলেও তা নাকচ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে বলে যে মন্তব্য সমশের মবিন করেছেন, তা একান্তই তার ব্যক্তিগত ভাবনা।
ভাইস চেয়ারম্যান সমশের মবিনের পদত্যাগের একদিন পর শুক্রবার সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ফখরুল।
তিনি বলেন, “বিএনপিতে কোনো ভাঙন নেই। বিএনপি ঐক্যবদ্ধ আছে। প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের নেতারা এ ধরনের কথা বলতেই পারে।”
বিএনপির কঠিন এক সময়ে বৃহস্পতিবার হঠাৎ করেই দল থেকে পদত্যাগ করে অবসরের ঘোষণা দেন সাবেক কূটনীতিক সমশের মবিন।
এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, আরও অনেকেই এখন বিএনপি থেকে বেরিয়ে আসবেন বলে তার বিশ্বাস।
আর আওয়ামী সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের সমশেরের পদত্যাগকে ‘বিএনপির অভ্যন্তরীণ কলহের করুণ পরিণতি’ হিসেবে দেখছেন।
সমশের মবিন শারীরিক অসুস্থতাকে অবসরের কারণ হিসেবে দেখালেও বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি এখন আর জিয়াউর রহমানের পথে নেই। অবশ্য অন্য কোনো দলে যাওয়ার পরিকল্পনাও নেই বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, “বিএনপি জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। এটা উনার ব্যক্তিগত চিন্তা। এ বিষয়ে আমি কোনো কমেন্ট করব না। তবে দল জিয়ার আদর্শেই পরিচালিত হচ্ছে।”
সমশের মবিন চলে যাওয়ায় বিএনপির ‘বড় কোনো’ ক্ষতি হবে না বলেই মনে করেন ভারপ্রাপ্ত মহাসচিব।
“বিএনপি একটি বড় দল, তিনবার ক্ষমতায় ছিল। ৩৫ বছর ধরে বিএনপি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। একজন মানুষ চলে গেলে তেমন ক্ষতি হয় না।”