পাঁচ বছর পর চির নতুন রূপেই ফিরলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ৯ অক্টোবর মুক্তিপ্রাপ্ত সঞ্জয় গুপ্তের ‘জাজবা’ চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি। হৃতি্বক রোশনের সঙ্গে ‘গুজারিশ’ [২০১০] অভিনয়ের পর কন্যাসন্তান আরাধ্যের কারণে বিরতি নেন অভিনয় থেকে। মা হওয়ার পর প্রথম এ ছবি দিয়েই তিনি জয় করে নিয়েছেন দর্শকের মন।
মুক্তির প্রথম ছয় দিনেই ছবিটি আয় করেছে ৩০ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে ছবিটির সর্বমোট আয় ছিল ২৩ কোটি ২৭ লাখ রুপি। সর্বমোট ৩৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ ছবিটি এখন বলিউড বক্স অফিসের চতুর্থ স্থানে অবস্থান করছে। সারাবিশ্বের ৪০টি দেশে মুক্তি পেয়েছে ঐশ্বরিয়ার ‘জাজবা’।
দক্ষিণ কোরিয়ার ‘সেভেন ডেজ’ [২০০৭] চলচ্চিত্র দেখে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করেন সঞ্জয় গুপ্ত। ছবিতে ঐশ্বরিয়া অভিনয় করেছেন আইনজীবী মা অনুরাধা ভার্মার চরিত্রে। দাগি আসামির কাছ থেকে মেয়েকে রক্ষা করার জন্য এক সিঙ্গেল মায়ের যুদ্ধ নিয়ে এর গল্প। ঐশ্বরিয়া ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ইরফান খান, জ্যাকি শ্রফ, অনুপম খের, শাবানা আজমি প্রমুখ। বলিউডে তার দ্বিতীয় যাত্রা নিয়ে তিনি বলেন, ‘বিরতিতে থাকা আহামরি কিছু নয়। গুরুত্বপূর্ণ হলো_ অভিনেত্রী হিসেবে যে কাজটা করছি তাতে সন্তুষ্টি পাচ্ছি কি-না। বর্তমান ছবিগুলো নিয়ে আমি গর্বিত, কারণ সব ছবিতে কাজ করে আমি তৃপ্ত।’
সাবেক এ বিশ্বসুন্দরী এখন ব্যস্ত করণ জোহরের ‘অ্যা দিল হ্যায় মুশকিল’ ছবির কাজ নিয়ে। ইতালির ভেনিসে চলছে ছবির দৃশ্যধারণের কাজ। এ ছাড়াও হাতে রয়েছে সরবজিৎ সিংয়ের জীবন নিয়ে ‘মেরি কম’ খ্যাত পরিচালক উমঙ্গ কুমারের নতুন ছবি। অন্যায়ভাবে জেলে বন্দি হওয়া কৃষক সরবজিতের বোন দলবির কাউরের চরিত্রে অভিনয় করবেন তিনি। সম্প্রতি তিনি সুজয় ঘোষের ‘দুর্গা রানি সিংহ’ এবং জাপানি উপন্যাস অবলম্বনে ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট’ ছবির জন্যও চুক্তিপত্রে সই করেছেন।