
গাজীপুর: টঙ্গীতে ফেমাস কেমিক্যাল লিমিটেড নামক প্রতিষ্ঠানের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা সহ ৫জন ও এক পথচারি সহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অগ্নিদ্বদ্ধ ৪ ফায়ার ফায়ার সার্ভিস কর্মীর দেহের শতকরা ৮০ ভাগ পুঁড়ে গেছে। দেড় ঘন্টার চেষ্টায় মোট সাতটি ইউনিট এই আগুন নেভাতে সক্ষম হয়।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে গাজীপুর সিটিকরপোরেশনের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুনের সুত্রপাত হয়। বিকেল ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আহতরা হলেন- টঙ্গী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম (৪৭), ইন্সপেক্টর জান্নাতুল নাইম(৪২), ফায়ার সার্ভিসের কর্মী জয় হাসান (২৫), নুরুল হুদা (৪৫) ও শামীম (৪৫)। আহত পথচারীরা হলেন, টঙ্গী নতুন বাজার এলাকার রতন হাওলাদারের ছেলে বাবু হাওলাদার (২০) ও জনৈক আশিক(১৭)। এদের মধ্যে শাহিন আলম, বাবু ও আশিক টঙ্গী হাসপাতালে ভর্তি। বাকীদের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে।
টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত জাহান জানান, আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাদের সকলের শতকরা আশি শতাংশের উপরে শরীর ঝলসে গেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহীন আলম ও দুই পথচারি সহ ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
স্থানীয় সূত্র ও ফার্ভিস জানায়, গাজীপুর সিটিকরপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে বেলা সোয়া ৩ টার দিকে আগুন লাগে। আগুন লাগার পর মুহূর্তে আগুন চারদিক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পর্যায়ক্রমে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলা সহ বিভিন্ন ফায়ার সার্ভিসের মোট ৭ টি ইউনিট আগুন নেভাতে আসে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কিছু বুঝে উঠার আগেই কেমিক্যাল এর বিস্ফোরণ ঘটে। এতে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম ও পরিদর্শক জান্নতুল নাঈম ও ৩ কর্মী এবং ২ পথচারিসহ কমপক্ষে ৭ জন আহত হয়। বিকেল ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৪জনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তারা সকলেই ফায়ার সার্ভিস কর্মী।
টঙ্গী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সেন্টির দায়িত্বে থাকা মোতালেব হোসেন জাানান, টঙ্গীর তিনটি সহ আরো কয়েকটি ইউনিট আগুন নিভায়। আমাদের কয়েকজন আহত হয়েছে।
এদিকে টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, ফেমাস কেমিক্যাল লিমিটেডের গোডাউনে অগ্নকান্ডের ঘটনায় তদন্ত চলছে।
