কাপাসিয়ায় উপজেলা যুবদলের সদস্য সচিব লিয়ন বহিষ্কার

Slider গ্রাম বাংলা


গাজীপুরের কাপাসিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন নামে এক নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুবদলের সাবেক কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। তবে কি কারণে করেছেন তার সুস্পষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

সূত্রে জানা গেছে, জুনায়েদ হোসেন লিয়নের একটি মদ্যপানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর এনিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এরই জের ধরে লিয়নকে বহিষ্কার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জুনায়েদ হোসেন লিওনের বিরুদ্ধে পরিবহন ব্যবসায় প্রভাব খাটানো, অবৈধ মাটির ব্যবসা জড়িত থাকাসহ এলাকায় বিভিন্ন অন্যায় ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ উঠে। সম্প্রতি একটি নারী নির্যাতনের ঘটনায় সহযোগিতার অভিযোগে তার বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলাও দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *