
ঢাকা: গাজীপুর-২ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা সমূহের পূনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবী ও আপত্তি নিস্পত্তি সংক্রান্ত শুনানি অনুষ্ঠানে শুনানি করতে গিয়ে গাজীপুর-২ এর পক্ষে নির্বাচন কমিশনের আসন বৃদ্ধি ও বিভক্তির প্রস্তাবকে সমর্থন জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
উপস্থিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের উদ্দেশ্য করে তিনি বলেন, ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে গাজীপুর -২ আসনের আপামর জনসাধারণকে বাংলাদেশের সর্বাধিক ভোটার বৈষম্য থেকে মুক্ত করে গাজীপুর-২ এবং গাজীপুর-৬ এর প্রস্তাবনা দেয়ায় গাজীপুরের ঐতিহাসিক মর্যাদা ও ভৌগোলিক অখন্ডতাকে মূল্যায়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এজন্যে তিনি গাজীপুরবাসীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের সকল সদস্যকে ধন্যবাদ জানান।
তিনি অবিলম্বে প্রস্তাবিত সংসদীয় আসন গাজীপুর-২ এবং গাজীপুর-৬ কে গেজেট আকারে প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
শুনানির সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সহ শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান, মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার, সাধারন সম্পাদক এম মনজুরুল করিম রনি, জেলা বিএনপি নেতা ইশরাক হোসেন চৌধুরী, জেলা বিএনপি নেতা সাংবাদিক মোঃ রাশেদুল হক সহ গাজীপুর জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
