৪১ বিচারপতিকে হিজবুতের চিঠি, আটক ১

Slider জাতীয়

Tah_896670223ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের প্রচারপত্র সুপ্রিম কোর্টের বিচারপতিদের কক্ষে পৌঁছে দিতে গিয়ে এক কুরিয়ার সার্ভিস কর্মী আটক হয়েছেন, যিনি ওইসব চিঠি কোর্টের ৪১ বিচারপতির নামে দিতে এসেছিলেন।

চিঠিতে বিচারপতিদের ধর্মীয় যুদ্ধের পক্ষে থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে চিঠিগুলোতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী জানান, চিঠিসহ আটক সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মী প্রথমে কোর্টে প্রবেশ করেন। পরে কোর্টের লোকজন তাকে হাতেনাতে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে।

ওসি বলেন, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি- এগুলো রাজধানীর কারওরানবাজার ও রাজারবাগ এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ইস্যু করা হয়। এই বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ওই কুরিয়ার সার্ভিস কর্মীকে হাতেনাতে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে কোর্ট প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *