রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তিচুক্তি চান ট্রাম্প

Slider সারাবিশ্ব

গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে সংঘাতে লিপ্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এটি সম্ভব বলেও বিশ্বাস করেন তিনি।

সেই সঙ্গে ট্রাম্প মনে করেন, এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে আলোচনা শুরু হওয়া উচিত।

সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। দেড় ঘণ্টার সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “এখানে আমরা যারা উপস্থিত আছি, তারা সবাই তাৎক্ষণিক যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির পথে পৌঁছানোর উপায় বলে মনে করি এবং সম্ভবত (রাশিয়া-ইউক্রেন সংঘাতে) এমনটা হতেও পারত; কিন্তু আপাতত তা হচ্ছে না।”

“আর আমি জানি না যে এই অবস্থায় এটা (যুদ্ধবিরতি) প্রয়োজনীয় কি না। আমি নিজে যুদ্ধবিরতি পছন্দ করি। কারণ এর মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে হত্যা থামাতে পারেন; কিন্তু আমি এ-ও বিশ্বাস করি যে সবকিছুর শেষে আমাদের একটি টেকসই শান্তিচুক্তি প্রয়োজন যা স্থায়ীভাবে সহিংসতা বন্ধ করতে পারে। এটা খুবই সম্ভব এবং নিকট ভবিষ্যতেই এমন একটি চুক্তি হতে পারে।”

তবে ট্রাম্বের এই বক্তব্যের সঙ্গে খানিকটা দ্বিমত পোষণ করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্ৎস। তিনি বলেন, এ ইস্যুতে পুতিন কিংবা জেলেনস্কির সঙ্গে পরবর্তী বৈঠকের সময় অন্তত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি থাকা জরুরি।

ম্যার্ৎস বলেন, “আমরা সবাই যুদ্ধবিরতি চাই…আমি কল্পনাও করতে পারছি না যে কোনো প্রকার যুদ্ধবিরতি ব্যাতীত আমরা এ ইস্যুতে পরবর্তী বৈঠকে বসছি। আমরা এ ব্যাপারে (যুদ্ধবিরতি) কাজ করতে চাই এবং সম্ভাব্য ত্রিপাক্ষিক (যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেন) বৈঠকের জন্য রাশিয়াকে চাপ দিতে চাই।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুতে সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। দেড় ঘণ্টাব্যাপী সেই বৈঠক শেষে স্থানীয় সময় বেলা ৩টার দিকে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের রাষ্ট্র/সরকারপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করেন ট্রাম্প।

সেই বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ট্রাম্প এবং ম্যার্ৎস।

সূত্র : সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *