গাজীপুর প্রতিনিধিঃ আমাদের চারপাশ মাদকে ছেয়ে গেছে। মাদক ব্যবসায়িরা প্রথমে আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত করে পরবর্তীতে মাদক ব্যবসায় যুক্ত করছে। আমাদের চারপাশ মাদকে সয়লাব হয়ে গেছে। কোথাও এর প্রতিকার মিলছে না। মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মাদককে না বলতে হবে গাজীপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, শিশুদের মাদক ও স্মার্ট ফোন থেকে দূরে রাখতে হবে। বর্তমান যুব সমাজ মাদক ও মোবাইলে আসক্ত হয়ে পরছে।
স্বচ্ছাসেবী শিশু শিক্ষা সংগঠন কেয়ার এডুকেশন গাজীপুর এর আয়োজনে ১৬ আগস্ট শনিবার বিকালে জেলা পরিষদ গাজীপুর অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়। অনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার । অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াব আলী ফাউন্ডেশন এর চেয়ারম্যান অনন্যা কায়সার।
গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ মোছাদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোস্যাল হিউম্যান রাইটস্ এর ঢাকা বিভাগের সভাপতি গাজী আনিসুর রহমান ইউনুস ( ইমরান )
শিক্ষাবিদ লুৎফর রহমান, গাজীপুর কিন্ডারগার্টেন এর সহ সভাপত ইউনুছ মিয়া শিমুল, গাছা প্রাইভেট স্কুল সোসাইটির সভাপতি দেলোয়ার হোসেন সারোয়ার, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাসন থানা সভাপতি নাজির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিকুল ইসলাম, গাজীপুর ইউনাইটেড কলেজের পরিচালক আমির হামজা, ইউনাইটেড প্রি ক্যাডেট স্কুলের পরিচাল রফিকুল ইসলাম হীরা, বি আরটিসি পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হামিদা আক্তার, জাহিদ টিউটর হোমস্ এর পরিচালক জাহিদ হোসেন, নাজমা আক্তার প্রমূখ।
অনুষ্ঠানে গাজীপুর জেলার শতাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালক , অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলন। অনুষ্ঠানে সমাপনী কোচিং সেন্টারের পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থী তাসমিয়া মোর্শেদ হিয়া এবং অক্সফোর্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির কৃতি আরশিকে পার্সোনাল কম্পিউটার প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্মার্ট প্যারেন্টিং বিষয়ে আলোচনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনফ এর আলোচক আল রাগী। –
জানা যায়, মেধাবী শিক্ষার্থীর উৎসাহিত করার লক্ষ্যে ২০১০ সাল থেকে এম এম এ বারী শিক্ষাবৃত্তি পরিচালনা করে আসছে।

