
গাজীপুর প্রতিনিধিঃ জেলার সর্ববৃহৎ শিক্ষাবৃত্তি প্রকল্প এম এ বারী শিক্ষাবৃত্তিতে বৃত্তিপ্রাপ্ত ৪৩০ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৬ আগস্ট শনিবার বেলা ১১ টায় জেলা পরিষদ গাজীপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা হাসান আজমল ভূইয়া
গাজীপুর কিন্ডারগার্টেন এর সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন মাস্টার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ মোছাদ্দিকুর রহমান। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা কলেজ এর অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ শুভ উদ্বোধন করেন, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির যুগ্ম সম্পাদক আরিফুর রহমান চৌধুরী কামরুল, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বি এন পির সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমেদ লিটন, ২৮ নং ওয়ার্ড বি এন পি নেতা হাবিবুর রহমান, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহেদ আলম প্রমূখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সহ সভাপতি মনির হোসেন, ইউনুছ মিয়া শিমুল, এসোসিয়েশন এর সদর মেট্রো থানার সভাপতি বাদল আহমেদ, এম এ বারী একাডেমির পরিচালক আব্দুল আলিম প্রমূখ।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে গাজীপুর মহানগরীর বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলন। অনুষ্ঠানে একজন কৃতি শিক্ষার্থীর হাতে একটি পার্সোনাল কম্পিউটার তুলে দেন অতিথিবৃন্দ।
জানা যায়, শিশুদের উৎসাহ যোগানে ২০১০ সাল থেকে বৃত্তি প্রদান করে আসছে এম এ বারী শিক্ষা পরিবার। এর আগে ১৩৮ জন মেধাবী শিক্ষার্থীকে একটি করে পার্সনাল কম্পিউটার প্রদান করেছে বৃত্তি আয়োজন সংস্থা বারী শিক্ষা পরিবার।
