পাবনায় খ্রিস্টান যাজক লুক সরকার হত্যাচেষ্টার মামলায় জেএমবির আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির ‘আঞ্চলিক কমান্ডার’ বলে পুলিশের ভাষ্য।
পুলিশ বলছে, গ্রেপ্তার রাকিবুল হাসান ওরফে রাকিব (২৪) খ্রিস্টান যাজককে হত্যার ‘অন্যতম পরিকল্পনাকারী’।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার দাস জানান, বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার টেবুনিয়া এলাকায় অভিযানে চালিয়ে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ অক্টোবর সকালে ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’ এর ফাদার লুক সরকার পৌর এলাকার স্কুলপাড়ায় নিজের ভাড়া বাড়িতে হামলার শিকার হন। তিন যুবক ধর্মের বাণী শোনার নাম করে বাসায় এসে মুখ চেপে ধরে এই পাদ্রির গলায় ছুরি চালানোর চেষ্টা করে।
ওই ঘটনার পর লুক সরকার বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। পরদিন ওবায়দুর রহমান (২২) নামে এক ‘শিবির কর্মী’ এবং ১২ অক্টোবর জেএমবি’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার পাঁচ জেএমবি সদস্যের মধ্যে রাকিবুল ইসলাম রাকিব ওরফে তাওহিদ (৩০) নামে একজন ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এছাড়া জিয়াউর রহমান (৩৫), শরিফুল ইসলাম তুলিব (২২), মো. আলীম (৩৬) ও মোহাম্মদ আমজাদ হোসেন (৩০) নামে চার জেএমবি সদস্যকে পাঁচদিনের হেফাজতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার লিটন বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া রাকিবুল ইসলাম রাকিব ওরফে তাওহিদ জেএমবির পাবনা অঞ্চলের ‘সহকারী আঞ্চলিক কমান্ডার’।
“তার জবানবন্দি এবং বাকি চারজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে ‘আঞ্চলিক কমান্ডার’ রাকিবুল হাসান ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।”
রাকিবুল হাসান যাজক লুক সরকার হত্যাচেষ্টার ‘পরিকল্পনায়’ ছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।